আগামী ১১মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে আগমন উপলক্ষে নেত্রকোনার আটপাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস রানা আঞ্জুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুলতান উদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খান হীরা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান খান টিটু সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।