নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের উদ্যোগে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ কার্যক্রমের উদ্বোধন করেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো.খায়রুল ইসলাম, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ। আটপাড়া উপজেলা পরিষদ চত্বরে ১০ মে বুধবার বিকাল ৪টায় এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। ফগার মেশিন দিয়ে উপজেলার বিভিন্ন স্থানে মশা নিধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আরিফুজ্জামান খান টিটুু, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হায়দার জাহান সাগর, উপজেলা আওয়ামীলীগের সদস্য আল নোমান পাঠান, উপজেলা আইসিটি অফিসার মো. আশরাফুল হক।