বৃহস্পতিবার নেত্রকোণার আটপাড়ায় উপজেলা হল রুমে জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রান্সফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বিষয়ে উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে যে সকল ইউনিয়ন পরিষদ এ কার্যক্রমে এগিয়ে রয়ে তাদেরকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। এ কার্যক্রমে প্রথম স্থান অধিকার করেন উপজেলার ২নং শুনই ইউনিয়নে চেয়ারম্যান মো: রোকন-উজ্জামান রোকন, দ্বিতীয় স্থানে ৪নং বানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফেরদৌস রানা আনজু ও তৃতীয় স্থানে ৫নং তেলিগাতী ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র সরকার। এছাড়া এই কার্যক্রমে এগিয়ে থাকা সচিবদের মধ্যে প্রথম স্থানে মো: আমিনুল ইসলাম, দ্বিতীয় স্থানে মান্নান হোসেন ও তৃতীয় স্থানে মো: কামরুজ্জামান। ট্রান্সফোর্স কমিটির সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মো: খায়রুল ইসলাম, নির্বাহী অফিসার মো: শাকিল আহমেদ, ভাইস চেয়ারম্যান মো: মিজানুর রহমান খান নন্দন, তানিয়া নাজনীন চৌধুরী রেখা, অফিসার ইনচার্জ উজ্জল কান্তি সরকার, প্রেসক্লাবের সভাপতি মো: জহিরুল ইসলাম খান হীরা, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগসহ সকল ইউ.পি চেয়ারম্যান ও ইউ.চি সচিবগণ প্রমূখ।