জাতীয় মৎস সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে নেত্রকোণার আটপাড়ায় উপজেলা মৎস কর্মকর্তার দপ্তর আয়োজনে ‘পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় আটপাড়া উপজেলার থানা পুকুর সহ বিভিন্ন পুকুরে মাছের পোনা ছেড়ে অবমুক্ত করন কার্যক্রমের উদ্বোধন করেন নেত্রকোণা- ৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি । এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের আটপাড়া উপজেলা শাখার সভাপতি হাজী খায়রুল ইসলাম, আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল, আটপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আঞ্জু, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, মৎস দপ্তরের কর্মকর্তাসহ আরোও অনেকেই।