নেত্রকোণার আটপাড়া উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ
সোহল মিয়া নেত্রকোণা প্রতিনিধি
আপডেটের সময় :
বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
২৮১
বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলায় গ্রাম- পুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় মাল্টিপারপাস হল রুম প্রাঙ্গণে ৬২ জন গ্রাম-পুলিশ সদস্যদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সৌজন্যে আটপাড়া উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মাহফুজা সুলতানার আয়োজনে ৬২ জন গ্রাম-পুলিশ সদস্যদের হাতে সাইকেল তুলে দেন আটপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ খাইরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, নির্বাহী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেশকাতুর রহমান,সাংবাদিক ফোরাম এর সভাপতি রাশেদুল হাবিব ভূইয়া ইকবাল, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ প্রমুখ।
পরে সাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা খুশী হয়ে জানান সাইকেলটি তাদের চলাচলের অনেক সহায়ক ভূমিকা রাখবে।