পরে জানাযা শেষে জানাযা প্রাঙ্গনে স্বল্পশুনুই গ্রামের স্বল্পশুনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রাহাত বিশ্বাস পিতাঃ আক্কাস বিশ্বাস ও সোহেল পিতাঃ মৃত লালচান মিয়া স্বল্পশুনুই গ্রামে মনসুরপুর গ্রামের ইন্জিনিয়ার খন্দকার ইমনকে অর্তকিত হামলা করে। তার কাছ থেকে মানিব্যাগ, গলায় থাকা স্বর্ণের চেইন, এটিএম কার্ড, মানিব্যাগে থাকা নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।এ সময় স্থানীয় লোকজন অর্তকিত হামলাকারীদের উপর চরাও হলে পরে রাহাত বিশ্বাস ও তার ১০/১২জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এলাকাবাসীসূত্রে জানা যায় জানাযায় এমন নেক্কারজনক ঘটনা কোন মুসলমান করতে পারে না। আমাদের মানসম্মান সব নষ্ট করে দিয়েছে।
এ ঘটনায় মরহুমের ছেলে রফিকুল ইসলাম রফিক বলেন, এমন নেক্কারজনক কাজে শুধু আমাদের পরিবারের মানসম্মান খুন্ন হয়নি গ্রামের সকল মানুষের মানসম্মান হানি হয়েছে। আজ যদি আমার বাবা মারা না যেতেন তাহলে ইন্জিনিয়ার খন্দকার ইমন আমার বাড়িতে আসতেন না। ইমন খন্দকার আমার ভাগিনা হয়। তাই সে আমার বাবার মৃত্যুর কথা শুনে এসেছে। রাহাত এমন নেক্কারজনক ঘটনা করবে আমি কখনো আশা করিনি। তাই এই ঘটনার সুষ্ঠু বিচার হোক আমি চাই।
এলাকাবাসী আরো জানায় আমরা গ্রামের সকল মানুষ নিয়ে বিষয়টি বসে সমাধানের জন্য একটি গ্রাম্যশালিস ডেকেছি। এমন নেক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং করব।
এ বিষয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।