নেত্রকোণার আটপাড়া উপজেলা ২নং শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রাম নিবাসী শুনই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া (৭৫) গতকাল রাত সাড়ে বারোটার দিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নইলাহি রাজিউন। আজ বিকাল ৪টায় আটপাড়া গোয়াতলা ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মরহুমের প্রতি রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও তার জানাজায় অংশগ্রহণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি।