নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া এলাকায় বেড়াতে এসে পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছে।
আজ বিকেলে উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদ এর সাত শহীদ মাজার সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুজন ঘটনাস্থলেই নিহত হয়।
নিহতের মধ্যে একজনের নাম সবুজ মিয়া তিনি নেত্রকোণা পুলিশ লাইনে এএসআই হিসেবে কর্মরত ছিলেন। অপর নিহতের নাম ইনসান। নিহত দুজনের বাড়ি শেরপুর জেলায়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ বিকাল ৫ টায় নেত্রকোণার সীমান্ত এলাকার কলামাকান্দায় ৪ টি মোটরসাইকেলে করে বেড়াতে গিয়েছিল।
পরে তারা মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুজন ঘটনাস্থলেই নিহত হয়।
কলমাকান্দা থানার এএসআই নাজমুল ঘটনা স্থলে গিয়ে নিহতের পরিচয় সনাক্ত করেন।
ঘটনার সততা স্বীকার করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ খান।