প্রতিযোগিতা আইন ২০১২ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনার আটপাড়ায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মো. খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রানা আনজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার পাল, থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম খান হীরা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ প্রমুখ।